Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

লন্ডনে বাংলাদেশিকে গুলি করে হত্যা!

পরিবারের সদস্যদের জন্য বাইরে থেকে খাবার কিনে ঘরে প্রবেশের মুহূর্তে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০৩:৩৯ পিএম

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে হিরণ আলী নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের নেলসন স্ট্রিটে নিজ ঘরের সামনে তিনি হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়।

নিহত হিরণ আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈদ্যকাপন (উজান মসলা) গ্রামের প্রয়াত ইরপান আলী পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাজ্যে বাস করছিলেন। হিরণ এক কন্যা এক পুত্র সন্তানের জনক। 

হিরণ মিয়ার চাচাতো ভাই ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মো. মিছবাহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় (যুক্তরাজ্য সময়) পরিবারের সদস্যদের জন্য বাইরে থেকে খাবার কিনে ঘরে প্রবেশের মুহূর্তে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। মারাত্মক আহত অবস্থায় হিরণকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় গুলি লাগায় তখনই হিরণ মিয়ার ব্রেইন ড্যামেজড হয়ে যায় বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তাররা লাইফ সার্পোট দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। অবশেষে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তার লাইফ সার্পোট খুলে ফেলা হয়। 

   

About

Popular Links

x