Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

তথ্যমন্ত্রী: ট্রেনে গলা ছেড়ে গান আমিও গাইতাম

'যদি আবার সেই বন্ধুদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গান গাইতে গাইতে যেতে পারতাম!'

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০৮:৪৬ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়াকালীন সময়ে সহপাঠিদের সাথে শাটল ট্রেনে গলা ছেড়ে গান গাইতেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বন্দর নগরীর জিইসি কনভেনশন সেন্টারে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, "আমি প্রধানত চট্টগ্রাম শহরে থাকতাম। মাঝে মধ্যে হলেও থাকতাম। পরীক্ষার আগে বিশেষ করে হলে কয়েক মাস থাকতাম। শাটল ট্রেনে করেই বিশ্ববিদ্যালয়ে যেতাম। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন শাটল ট্রেনে গলা ছেড়ে গান আমিও গাইতাম।"

ড. হাছান মাহমুদ আরও বলেন, "আমার ট্রেনের সহপাঠিরা অনেকেই আজকে অ্যালামনাইয়ে এসেছে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ট্রেনে গলা ছেড়ে গান গাওয়া আমার অনেক বন্ধু এখানে আছে। তারা সবাই এখন সমাজে প্রতিষ্ঠিত ও উচ্চপদস্থ কর্মকর্তা। তাই তাদের নাম বলছি না। গলা ছেড়ে গান গাইতো বললে তারা লজ্জাও পেতে পারেন। তবে আমিও গান গাইতাম। আমার ইচ্ছে হয়, যদি আবার সেই বন্ধুদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গান গাইতে গাইতে যেতে পারতাম! এটা কখনো হবে কিনা জানি না। তবে এটি যদি করতে পারতাম খুব ভালো লাগত।"

এ সময় চবি'র প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এমন একটি বিশ্ববিদ্যালয় যেটিকে প্রকৃতি অপরূপ সাজে সাজিয়েছে। পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু এমন সুন্দর প্রকৃতির শোভা পৃথিবীর খুব কম বিশ্ববিদ্যালয়ে আছে। প্রকৃতি যেন নিজের কোলে লালন করছে চবিকে।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীন আখতার, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলমসহ বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x