Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

পুলিশ: চট্টগ্রামে ১৫ জঙ্গি আটক

তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০৩:৪৪ পিএম

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষস্থানীয় নেতাসহ ১৫ জন জঙ্গি সদস্যকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ মুহাম্মদ আব্দুর রউফ জানান, তার নেতৃত্বে শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত এ জঙ্গিবিরোধী অভিযান চলে।

আটক ব্যক্তিরা হলেন- হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান এরশাদুল আলম, সদস্য নাজমুল, লোকমান, মাহফুজ, ইমতিয়াজ, করিম, আবদুল্লাহ মোনায়েম, কামরুল হাসান, আজিমউদ্দিন, আরিফুল ইসলাম, রাফি, আজিমুল হুদা, নাসির, মোস্তফা আকবর চৌধুরী ও আলাউদ্দিন।

তিনি বলেন, অভিযানে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় বৈঠক করা অবস্থায় ১৩ জনকে এবং বায়েজিদ থানা এলাকার অপর একটি বাসা থেকে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

ওই কর্মকর্তা জানান, আটক হিযবুত তাহরীর আঞ্চলিক প্রধান এরশাদুল নগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক।

   

About

Popular Links

x