Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাণিজ্যমন্ত্রী: ১০ দিনের মধ্যে কমবে পেঁয়াজের দাম

'পরিবহন সমস্যার কারণে আমদানি করা পেঁয়াজ এখনো বাজারে সরবরাহ করা হয়নি'

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১১:১২ পিএম

আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দাম ১০ দিনের মধ্যে কমে যাবে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর এক হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত এক সেমিনারে অংশ নেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন বলে ইউএনবি'র একটি খবরে বলা হয়।

মন্ত্রী বলেন, "পরিবহন সমস্যার কারণে আমদানি করা পেঁয়াজ এখনো বাজারে সরবরাহ করা হয়নি। আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দাম ১০ দিনের মধ্যে কমে যাবে।"

বিদেশ থেকে আমদানি করা ১২ হাজার টন পেঁয়াজ ২৯ নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি আরও বলেন, "স্থানীয় চাহিদা পূরণে বাংলাদেশকে ২৫ শতাংশ পেঁয়াজ আমদানি করতে হয়। তার মধ্যে ৯০ শতাংশ আমদানি করা হয় ভারত থেকে। তবে দুর্ভাগ্যজনকভাবে ভারত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে। একারণেই সমস্যা হয়েছে।"

উল্লেখ্য, পেঁয়াজ রপ্তানির ওপর ভারতের নিষেধাজ্ঞা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে বলে কর্মকর্তারা বলছেন।

এদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম শুক্রবার আবার বেড়ে গেছে। বিদেশ থেকে আসা পেঁয়াজ এখনো বাজারে না যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

   

About

Popular Links

x