Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৪

আহতদের মধ্যে ৫জনের অবস্থা আশংকাজনক। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০৯:২৪ এএম

মানিকগঞ্জের ঢাকা-পাটুরিয়া মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন। একইসাথে আহত হয়েছেন অন্তত পক্ষে ১৪জন। এদেরমধ্যে ৫জনের অবস্থা আশংকাজনক।

শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন ট্রাক চালক সাইফুল মোড়ল (৩০) ও বাসযাত্রী মাসুদ শেখ (২৬)। সাইফুল মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার শুভাসিনি গ্রামের খোদাবক্স মোড়লের ছেলে। বাসযাত্রী মাসুদ শেখ ফরিদপুর সদর উপজেলার চর কমলাপুর গ্রামের মৃত সোবান মিয়ার ছেলে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের ওই কর্মকর্তা জানান, আহতদের মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৫জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৬জন, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২জনকে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে খুলনা থেকে ছেড়ে আসা মাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও বাসের এক যাত্রী নিহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


About

Popular Links