Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

জয়ললিতার ভূমিকায় কঙ্গনা, ফেসবুকে ট্রল!

প্রথম লুক প্রকাশ্যে আসতেই হতবাক সবাই। এ কোন কঙ্গনা! পুরো গেটআপ বদলে তাকে যেন চেনাই দায়! 

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১০:০৭ এএম

ভারতের তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করবেন কঙ্গনা রানৌত! কেমন লাগবে কঙ্গনাকে দেখতে, আদৌ মানাবে কিনা তা নিয়েও চলছিল হাজার রকমের জল্পনা। অবশেষে প্রতীক্ষার পালা শেষ। প্রকাশ পেয়েছে ‘থালাইভি’র ফার্স্টলুক। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে আনন্দবাজার।

প্রথম লুক প্রকাশ্যে আসতেই হতবাক সবাই। এ কোন কঙ্গনা! পুরো গেটআপ বদলে তাকে যেন চেনাই দায়! চরিত্রের প্রয়োজনে তাকে দেখা যাচ্ছে ‘ডাবল চিন’-এ, সিঁথি মাঝ বরাবর কাটা... অবিকল জয়ললিতা সিগনেচার স্টাইল।

যদিও ছবি প্রকাশ পাওয়ার পরপরই ট্রোলের শিকার হতে হয়েছে তাকে। 

কেউ লিখেছেন, “আপনি অভিনয় ভাল করবেন সেবিষয়ে সন্দেহ নেই কিন্তু এটা কী ধরনের মেকআপ?”

আবার কেউ লিখেছেন, “আপনাকে না পুরো সেই ‘চাচি ৪২০’-এর চাচির মতো লাগছে।”

আবার কারও মতে, কঙ্গনাকে জয়ললিতা কম, স্মৃতি ইরানি বেশি লাগছে!

যদিও এসবের মধ্যেই কঙ্গনা অনুরাগীরা তার প্রশংসায় ফেটে পড়েছেন। কেউ লিখেছেন, “এক্কেবারে পারফেক্ট”। আবার কারও মতে, “কঙ্গনা ছাড়া জয়ললিতার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্র কেউ ফুটিয়ে তুলতে পারবে না।”

ভাল-মন্দ মিলিয়েই “থালাইভি” নিয়ে কার্যত দু’ভাগ হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বিজয় পরিচালিত ‘থালাইভি’ মুক্তি পাবে আগামী বছরের জুন মাসে। কঙ্গনা ছাড়াও ওই ছবিতে দেখা যাবে ‘বম্বে’, ‘রোজা’ খ্যাত দক্ষিণী অভিনেতা অরবিন্দ স্বামীকে।



   

About

Popular Links

x