নাটোর সদর উপজেলায় একটি পেঁচা ও ১৫৯টি বাদুরসহ গ্রেফতারের পর অমল সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ।
অমল সরদার যশোরের চৌগাছা উপজেলার কংসাদিপুর গ্রামের মৃত সূর্য সরদারের ছেলে।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চাঁদপুর এলাকায় অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এসময় প্লাস্টিকের বস্তাভর্তি মৃত বাদুড় ও পেঁচাসহ অমলকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা খাতুন তাকে ওই দণ্ডাদেশ দেন।
অমলের বরাত দিয়ে ওসি মোজাম্মেল আরও জানান, নাটোরের চাঁনপুরসহ পার্শ্ববর্তী এলাকায় কয়েকজন সহযোগীকে নিয়ে তিনি বাদুড় ও পেঁচা ধরে মারার পর বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। যশোরের কিছু জনগোষ্ঠীর কাছে সেগুলো ২০-২৫ টাকা দরে বিক্রির উদ্দেশ্য ছিল।
এর আগে গত বছর শহরের হযরতপুর এলাকা থেকে যশোরের অপর এক যুবককে গ্রেফতার করে ৪৫টি বাদুড় জব্দ করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।