বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জেলেদের মধ্যে পাঁচ জেলেকে উদ্ধার করে তাদের দিয়ে সুন্দরবন কেন্দ্রিক সাগরে দস্যুতা করানো পাঁচ জেলেকে ফেরত দিয়েছে জলদস্যুবাহিনী। মঙ্গলবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সুন্দরবন থেকে মংলা এলাকার নদীর পাড়ে তাদের রেখে যায় জলদস্যু ছোটভাই বাহিনী।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
জলদস্যু বাহিনীর হাত থেকে ফেরত জেলেরা হলো, পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের মো. সেরাজ মিস্ত্রী, মাসুম মিয়া, রিপন, রাসেল ও মোড়লগঞ্জের মো. খাইরুল ইসলাম।
মোস্তফা চৌধুরী জানান, গত ২১ জুলাই ( শনিবার ) গভীর সাগরে ঝড়ের কবলে ডুবে যাওয়া ট্রলারের মধ্যে ওই পাঁচ জেলেকে ভাসমান অবস্থায় জলদস্যু ছোট ভাই বাহিনী উদ্ধার করে, পরে তাদের দিয়ে অপর জেলেদের মুক্তিপণের দাবিতে অপহরণের কাজে লিপ্ত হতে বাধ্য করে।
আটক জেলেদের উদ্ধার করার জন্য র্যাব অভিযানে নামে। র্যাবের অভিযানের টের পেয়ে ছোটভাই বাহিনী ৫ জেলেকে মংলার কাছাকাছি নদীর পাড়ে তাদেরকে ছেড়ে দেয়। এ সময় ওই জলদস্যু বাহিনী তাদের বিরুদ্ধে কথা না বলতে জেলেদের এক হাজার টাকাও দেয় বলে জানান চৌধুরী।