Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

সরকারি ইকো ট্যুরিজম সেন্টারের চলার পথ ভেঙে পড়লো নদীতে

'জায়গাটি তিন নদীর মোহনায় অবস্থিত। সুন্দরবনের বিভিন্ন জায়গায় চর পড়ার কারণে এখানে ভাঙন দেখা দিয়েছে'

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০৮:১৭ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের পশ্চিমাংশে চুনা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা সরকারি ইকোট্যুরিজম সেন্টার “আকাশলীনা”র চলার পথ (ক্রেল) ভেঙে পড়েছে নদীতে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে হঠাৎ করেই ক্রেলের ১২০ ফিট অংশ ধসে নদীতে পড়ে যায়। মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় বেশকিছু দর্শনীয় স্থাপনা।

বিষয়টি নিশ্চিত করে আকাশলীনায় কেয়ারটেকার সাইফুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে জানান, সকালবেলা বিকট শব্দ করে জায়গাটি ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ক্রেলের কমপক্ষে ১২০ ফিট লম্বা অংশ নদীগর্ভে চলে গেছে। তীব্র স্রোতের কারণে ভাঙন ক্রমশ বাড়ছে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “জায়গাটি তিন নদীর মোহনায় অবস্থিত। সুন্দরবনের বিভিন্ন জায়গায় চর পড়ার কারণে এখানে ভাঙন দেখা দিয়েছে। ঘটনাস্থলে চলাচলের জন্য নির্মিত ১২০ ফুট লম্বা ক্রেল, সেতু, ফিশিং স্পট (মাছ ধরার জায়গা) ও একটি ঘর নদীতে ধসে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।”

তিনি জানান, তাৎক্ষণিকভাবে বালুভর্তি বস্তা দিয়ে ভাঙনরোধে চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

প্রসঙ্গত, ২০১৫ সালে সরকারি অর্থায়নে নির্মিত এ ইকোট্যুরিজম সেন্টারটিতে সারাবছরই পর্যটকদের ভিড় লেগে থাকে।

About

Popular Links