ঢাকার কূটনীতিকপাড়া গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ২২ জনকে হত্যার দায়ে নব্য জেএমবির সাত সদস্যের ফাঁসির রায় দিয়েছে আদালত। ওই ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন পুলিশের সহকারী কমিশনার (এসি)রবিউল করিম। বুধবার (২৭ নভেম্বর) দেওয়া এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এসি রবিউলের স্ত্রী উম্মে সালমা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
উম্মে সালমা বলেন, তার প্রত্যাশা ছিল যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যেন দৃষ্টান্তমুলক শাস্তি হয়। সেই রায়ই তারা পেয়েছেন। এখন এই রায় যেন উচ্চ আদালতে বহাল রেখে দ্রুত কার্যকর হয়।
এই নারী আরও বলেন, তার স্বামী কন্যা সন্তান চেয়েছিলেন। তবে রবিউল জানতেন তার ছেলে হবে। হামলায় স্বামীর মৃত্যুর পর তার একটি কন্যা সন্তান হয়। তবে তিনি এটি জেনেও যেতে পারেননি।
হলি আর্টিজানে হামলার সময় জঙ্গিদের প্রতিরোধ করতে গিয়ে নিহত হন এসি রবিউল। এ ঘটনার পর তার স্ত্রীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসার হিসেবে কর্মরত আছেন।
আরও পড়ুন- হলি আর্টিজান মামলা: ৭ আসামির মৃত্যুদণ্ড