ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাভোগের সাজা দিয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত। বেআইনিভাবে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি'র জবানবন্দি রেকর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে তাকে এ সাজা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ রায় ঘোষণা করেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আস-শামস জগলুল হোসাইন।
নুসরাত হত্যাকাণ্ডের পর থেকেই এ পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়ে নুসরাতের স্বজন ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল। পুলিশ হেডকোয়ার্টারের তদন্ত প্রতিবেদনেও ওসি মোয়াজ্জেমের আইন বহির্ভূত কর্মকাণ্ডের বিষয়টি উঠে আসে।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত প্রতিবেদনে ওসি মোয়াজ্জেমসহ চার পুলিশ কর্মকর্তার গাফিলতির প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
গত ১৫ এপ্রিল ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেন আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। মামলার দায়েরের পর ২০ দিন আত্মগোপনে ছিলেন মোয়াজ্জেম। গত ১৬ জুন হাইকোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাজধানীর শাহবাগ থানা পুলিশ।
নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় চলতি বছরের ২৪ অক্টোবর ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ডের সাজা দেয় আদালত।