পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মঞ্জু নামে এক ব্যক্তি ও তার ভাগ্নে কালুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (২৭ নভেম্বর) রাতে মামলা দায়েরের কিছুক্ষণের মধ্যেই আসামি মঞ্জুকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে গরুকে খাবার দেওয়ার জন্য বাসার পাশের গোয়ালঘরে যান ওই কিশোরীর মা। এই সুযোগে রান্নাঘরে একা পেয়ে ওই কিশোরীকে গণধর্ষণ করেন অভিযুক্ত দুই ব্যক্তি। এক পর্যায়ে ধর্ষিতা কিশোরী চিৎকার শুরু করলে পালিয়ে যান ওই দুই ব্যক্তি। পরে বুধবার রাতে এই ঘটনায় অভিযুক্ত কালু ও মঞ্জুর বিরুদ্ধে মামলা দায়ের করেন ধর্ষিতার বাবা।
ওসি মো. মাসুদুজ্জামান ঢাকা ট্রিবিউনকে বলেন, "বুধবার রাতে মামলা দায়েরের পরপরই আসামি মঞ্জুকে গ্রেফতার করা হয়। তবে, আরেক আসামি কালু এখনও পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। ধর্ষিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।"