Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

গণধর্ষণের মিথ্যা মামলা দিয়ে ফেঁসে গেলেন নারী

মিথ্যা মামলা দায়ের করায় ওই নারীকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত 

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১০:৪৪ পিএম

সিরাজগঞ্জে গণধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় এক নারীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত নারী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার খামার বড়ধুল গ্রামের বাসিন্দা। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় দেন বলে নিশ্চিত করেছেন ওই আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হামিদ লাভলু। কারাদণ্ডের পাশাপাশি ওই নারীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৪ অক্টোবর বড়ধুল গ্রামের বাসিন্দা ওই নারী একই গ্রামের গোলবার হোসেনের ৫ ছেলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। পরে গোলবার হোসেনের বড় ছেলে কবির হোসেন বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ওই নারীকে কারাদণ্ড দেয় আদালত।

   

About

Popular Links

x