গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রেমিকার বাড়ি থেকে প্রেমিক চিত্তরঞ্জন রায়ের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে মুকসুদপুর উপজেলার বহুগ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত প্রেমিক চিত্তরঞ্জন রায় পার্শ্ববর্তী দুর্বাশুর গ্রামের চন্দ কান্ত রায়ের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ছিলেন।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের দুর্বাশুর গ্রামের ওই অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার (৬৫) সঙ্গে পার্শ্ববর্তী বহুগ্রাম এলাকার এক বিধবা নারীর প্রেমের সম্পর্ক ছিল। তবে ওই নারীর বিরুদ্ধে প্রেমিক চিত্তরঞ্জন রায়ের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
জানা গেছে, টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার সকালে প্রেমিক চিত্তরঞ্জন রায়প্রেমিকার বাড়িতে গেলে বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, “পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।” এ প্রসঙ্গে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।