Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

৯ দফা দাবিতে শিক্ষার্থীদের রাস্তায় অবস্থান

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নৌমন্ত্রী শাজাহান খানের বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং বেপরোয়া গাড়ি চালকদের ফাঁসির দাবিসহ ৯ দফা দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আপডেট : ০১ আগস্ট ২০১৮, ০৭:৩৪ পিএম

বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর গত তিন দিন ধরেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও দোষীদের বিচারের দাবিতে রাস্তায় অবস্থান নিয়েছে। 

আজ মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর বেশকিছু এলাকায় রাস্তায় অবস্থান নিয়েছে সাধারন শিক্ষার্থীরা। 

বিচারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি কমিটি গঠন করেছে। কমিটির নাম ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ছাত্র আন্দোলন’।

শিক্ষার্থীদের নয় দফা দাবি

১. বেপোরোয়া চালককে ফাঁসি দিতে হবে এবং এই শাস্তি সংবিধানে সংযোজন করতে হবে।

২. নৌপরিবহনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

৩. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা নিতে হবে।

৪. প্রত্যেক সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিড ব্রেকার দিতে হবে।

৫. সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে।

৬. শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের বাসে তুলতে হবে।

৭. শুধু ঢাকা নয়, সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।

৮. রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালনা বন্ধ করতে   হবে।

৯. বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।


   

About

Popular Links

x