Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

চিলমারীতে সাকিব আল হাসান

শ‌নিবার দুপু‌রে সাকিব হে‌লিকপ্টারযো‌গে ঢাকায় ফি‌রে যান

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০৯:১৮ পিএম

বেসরকারি সংস্থা "ফ্রেন্ডশিপ"এর কার্যক্রম পরিদর্শনে কু‌ড়িগ্রা‌মের চিলমারী উপ‌জেলা ভ্রমণ করেছেন সা‌কিব আল হাসান। শনিবার (৩০ ন‌ভেম্বর) সকা‌লে হে‌লিকপ্টারযো‌গে উপ‌জেলার নয়ারহাট ইউ‌নিয়‌নে যান তিনি।

‌ফ্রেন্ড‌শিপ, চিলমারী শাখার ম্যা‌নেজার (ফিল্ড অপা‌রেশন) শ‌ফিয়ার রহমান এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

শ‌ফিয়ার রহমান জানান, ফ্রেন্ড‌শি‌পের নির্বাহী প‌রিচালক রুনা খা‌নের সফরসঙ্গী হ‌য়ে সা‌কিব আল হাসান চিলমারীর নয়ারহাট ইউ‌নিয়‌নে যান। তি‌নি সেখা‌নে ফ্রেন্ড‌শিপ সংস্থার ডিজাস্টার ম্যা‌নেজ‌মেন্ট ও তাঁত প্রক‌ল্পের বি‌ভিন্ন কার্যক্রম প‌রিদর্শন ক‌রেন। প‌রে শ‌নিবার দুপু‌রে তি‌নি হে‌লিকপ্টারযো‌গে ঢাকায় ফি‌রে যান। 

সা‌কিবের আগম‌নের খব‌রে নয়ারহাট ইউ‌নিয়‌নে উৎসুক জনতা ভিড় ক‌রে।

   

About

Popular Links

x