Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

ক্রেতাদের হাতে ৪৫ টাকার পেঁয়াজ তুলে দিলেন মাশরাফি

সকালে লোহাগড়া ইউনিয়ন ও কোটাকোল ইউনিয়নের বিভিন্ন নদীভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০৭:০৭ পিএম

নড়াইলে খোলা বাজারে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজা।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১টায় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসি আনজুমান আরা। অনুষ্ঠানে মাশরাফি লাইনে দাঁড়ানো ক্রেতাদের হাতে ৪৫টাকা কেজি দরের পেঁয়াজ তুলে দেন।

এ সময় পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর মাশরাফি নড়াইল শহরের দুর্গাপুর এলাকায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও আইপিডিসি'র যৌথ উদ্যোগে নড়াইল সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠের পাশে নির্মিত জিমনেশিয়াম উদ্বোধন করেন।

এর আগে সকালে লোহাগড়া ইউনিয়ন ও কোটাকোল ইউনিয়নের বিভিন্ন নদীভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি।


About

Popular Links