Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

নাটোরে শিশুধর্ষণ মামলার আসামী গ্রেফতার

গ্রেফতারকৃত সজীব একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০৫:০০ এএম

নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকার শিশুধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার সন্ধ্যা ৭ টার দিকে নাটোর র‍্যাব অফিসের একদল সদস্য আসামীকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত সজীব একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

নাটোর র‍্যাব অফিসের কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবলী মোস্তফা জানান, গত ৩০ এপ্রিল সদর থানায় সুলতানপুর গ্রামের এক অধিবাসী তার ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সজীবসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই সজীব পলাতক ছিল। বুধবার সন্ধ্যা ৭:০৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি আজমল হকের নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালায় র‍্যাব। এসময় নিজ বাড়ি থেকে সজীবকে গ্রেফতার করা হয়।

সজীবকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও দাবী করেন শিবলী মোস্তফা।

সদর থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম জানান, আসামী হাতে পাওয়ার পর ফাইল দেখে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।


   

About

Popular Links

x