Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

অপ্রাপ্তবয়স্ক-লাইসেন্সবিহীন চালকদের ধরার নির্দেশ

বিআরটিএ-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে সনদধারী চালকের চেয়ে গাড়ির সংখ্যা বেশি।

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০৬:৪৬ এএম

রাজধানীর গণপরিবহনে অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ ছাড়াও শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিআরটিএ এবং ডিএমপি-কে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষির সময় বাসচাপায় নিহত হন দুই শিক্ষার্থী। এরপর থেকেই টানা তিন দিন যাবত বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর মধ্যেই সংশ্লিষ্টদের বৈঠকে ডেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অপ্রাপ্তবয়স্ক ও অবৈধ চালকদের ধরার নির্দেশ দিয়েছেন।

বিআরটিএ-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে সনদধারী চালকের চেয়ে গাড়ির সংখ্যা বেশি।   

সড়ক পরিবহন আইনে বর্তমানে লাইসেন্স ছাড়া গাড়ি চালালে সর্বোচ্চ ৪ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার বিধান রয়েছে। সড়ক পরিবহন আইন আরও কঠোর করার উদ্যোগ থাকলেও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর বিরোধিতায় তা এখনও বাস্তবায়ন সম্ভব।


   

About

Popular Links

x