মাঠে বন্ধুদের সাথে খেলতে না দেওয়ায় দুই নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে আব্দুল কাদেরি নামে সাত বছরের এক শিশু। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
কাদেরি ঘিওন এলাকার আব্দুল কাদেরের সন্তান। সে এশিয়ান স্কুল এ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মাঠে খেলতে যায় শিশু কাদেরি ও তার বন্ধুরা। খেলার এক পর্যায়ে বন্ধুদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে কাদেরি। পরে তারই দুই খেলার সাথীর মা মমতাজ বেগম ও মাসুদা বেগম অশ্লীল ভাষায় কাদেরিকে গালিগালাজ করেন এবং মাঠে খেলতে নিষেধ করেন।
বিষয়টি মেনে নিতে পারেনি শিশু কাদেরি। অপমানজনক এ আচরণের প্রতিকারে ও নিজের অধিকার আদায়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় নাচোল থানায়। কাঁদতে কাঁদতে সে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ দেয়।
ঘটনা শুনে নাচোল থানার ওসি মাহবুবুর রহমান তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং ঘটনাস্থলে পৌঁছে ওই দুই নারীকে সর্তক করেন।
ওসি মাহবুবুর রহমান ঢাকা ট্রিবিউন’কে, "এত ছোট বয়সে শিশুটি থানায় এসে অভিযোগ করায় উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যায়। থানায় এসে কোনও শিশুর অভিযোগ করার ঘটনা জেলায় এই প্রথম। অভিযোগটি সমাধান করে দিতে পেরে আমরা সবাই খুব খুশি হয়েছি।"