শনিবার রাজধানীর শেরে বাংলা নগর এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাসের পাইপলাইন স্থানান্তর করার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপলাইন স্থানান্তর করার জন্য শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর শেরে বাংলা নগর, ফার্মগেট, জাতীয় সংসদ ভবন এলাকা, সম্পূর্ণ রাজাবাজার এলাকা, মনিপুরীপাড়া, শুক্রাবাদ ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের শিল্প, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক ও ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।