Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

বরিশালে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

শুক্রবার রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এই ঘটনা ঘটলেও শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:৪৬ এএম

ব‌রিশালের বানারীপাড়ায় একই বা‌ড়ি থেকে এক নারীসহ দু্ইজনের মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।

শ‌নিবার (৭ ডিসেম্বর) সকালে বানারীপাড়া উপজেলার স‌লিয়াবাকপুর হাওলাদার বা‌ড়ি এলাকার আব্দুর রবের বা‌ড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, ভবন মা‌লিক আঃ রবের মা ম‌রিয়ম বেগম (৭০), মেজোবো‌ন মমতাজ বেগমের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শ‌ফিকুল আলম (৬০) ও খালাতো ভাই ভ্যানচালক মোঃ ইউসুফ (২২)।

স্বজনরা জানান, শুক্রবার রা‌ত সাড়ে ৯টার দিকে খাবার খেয়ে ঘরের ভেতরে থাকা সাত সদস্য ঘুমাতে যান। এরপর শ‌নিবার ভোরে ঘরের সামনের রুমের বারান্দা থেকে ম‌রিয়ম বেগম‌, অন্য এক‌টি কক্ষ থেকে শফিকুল আলম এবং ঘরের সাথের পুকুরের ঘাট থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়।

শ‌ফিকুল ইসলাম দুইদিন আগে নিজ বা‌ড়ি স্বরুপকা‌ঠি থে‌কে এবা‌ড়ি‌তে বেড়াতে আসেন এবং ভ্যানচালক ইউসুফ পার্শ্ববর্তী দাড়‌া‌লিয়া এলাকা থেকে রাতে থাকার জন্য আসেন।

ব‌রিশালের পু‌লিশ সুপার সাইফুল ইসলাম-‌বি‌পিএম বলেন, প্রত্যেকটি মরদেহের নাকের কাছে রক্ত দেখা গেছে। এছাড়া তেমন কোনও আঘাতের চিহ্ন শরীরে পাওয়া যায়‌নি। আবার দুর্বৃত্তরা তেমন কিছু লুট ক‌রে নিয়ে গেছে সেরকম খবরও পাওয়া যায়‌নি। তাই পুরো বিষয়‌টি বি‌ভিন্ন দিক থেকে খ‌তিয়ে দেখা হচ্ছে। 


   

About

Popular Links

x