Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশকে কুকুর দিলো ভারত

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০টি প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় কুকুর উপহার হিসেবে দেওয়া হবে। যার প্রথম চালানের ১০টি কুকুর শনিবার বাংলাদেশে এলো

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০২:৫৩ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আনোয়ার হোসেন ও লে. কর্নেল মিজানুর রহমানের কাছে ভারতের পেট্রাপোল ক্যাম্প থেকে কুকুরগুলো হস্তান্তর করেন কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল কেশব যাদব। 

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টায় ১০টি কুকুর বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০টি প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় কুকুর উপহার হিসেবে দেওয়া হবে। যার প্রথম চালানের ১০টি কুকুর আজ বাংলাদেশে এলো।

ভারতের সেনাবাহিনীর দেওয়া ১০টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আনোয়ার হোসেন গ্রহণ করে বলেন, এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতিকারী সনাক্ত করতে সক্ষম।


   

About

Popular Links

x