Friday, June 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

যশোরে ধরা পড়লো বিশাল আকৃতির শুশুক

কিন্তু বাঁচানো যায়নি ৮ ফুট ৩ ইঞ্চি লম্বা ও ৩ মণ ওজনের বিশাল আকৃতির শুশুকটিকে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১০:৪৬ পিএম

যশোরের কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের নদী থেকে ৮ ফুট ৩ ইঞ্চি লম্বা ও ৩ মণ ওজনের একটি শুশুক জেলেদের জালে ধরা পড়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সকালে আগরহাটি গ্রামের স্লুইসগেট এলাকায় বিশাল আকৃতির শুশুকটি ধরা পড়ে। কিন্তু ধরা পড়ার পরপরই শুশুকটি মারা যায়।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম জানান, "শুশুকটি ধরা পড়ার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই খুলনা বন বিভাগকে জানানো হয়। কিন্তু শুশুকটি মারা যাওয়ায় কেউ সেটাকে নিতে আসেনি।"

এদিকে শুশুকটিকে এক নজর দেখতে আগরহাটি স্লুইসগেটের পাশে উৎসুক জনতা ভিড় করে।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ১৬ জানুয়ারি কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের ২৩ মাইল নাথপাড়ার পাশে হরিহর নদীতে ৮৫ কেজি ওজনেরএকটি শুশুক জালে ধরা পড়ে। পরবর্তীতে শুশুকটি প্যানেল চেয়ারম্যান-১ গৌতম রায়ের সহযোগিতায় আবারও নদীতে অবমুক্ত করা হয়।

About

Popular Links