Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২

এসময় পুলিশের এএসআইসহ গুরুতর আহত হন আরও ২ জন

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০৩:১৪ পিএম

গোপালগেঞ্জর কোটালীপাড়া উপজেলায় দু’ টি মোটর সাইকেলের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ২জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় কোটালীপাড়া-রজৈর সড়কের কোটালীপাড়া উপজেলার দেবগ্রামে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় পুলিশের সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) গুরুতর আহত হন আরও ২ জন।

নিহতরা হলেন কাশিয়ানী থানার পুলিশের কনস্টেবল মো. এমদাদুল হক (২৪) ও কোটালীপাড়া উপজেলার কাচিকাটা গ্রামের সচিন বিশ্বাসের ছেলে রণজিৎ বিশ্বাস (২৭)। নিহত পুলিশ কনস্টেবল মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মাজুমদার গ্রামের মোতাহার মোল্লার ছেলে। 

আহতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  মনির হোসেন (২৭) ও  হালদারকে (২৬)। এদের প্রথমে  কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, “কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রামে দ্রুতগতিতে আসা দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন পুলিশ সদস্য এমদাদুল হক ও রঞ্জিত বিশ্বাস।”

About

Popular Links