গাজীপুর সদর উপজেলায় একটি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারিয়া ইউনিয়নের কেশরিতা এলাকার কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে ১০টি মরদেহ পড়ে থাকতে দেখা যায় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল জাকি হতাহতের বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় বেঁচে যাওয়া কারখানার কর্মীদের বরাত দিয়ে আবদুল্লাহ আল জাকি জানান, আগুন লাগার সময় কারখানায় ৭০-৮০ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ১৯ জন ছিলেন কারখানার ছাদে টিন দিয়ে নির্মিত একটি অংশে। তাদের ১০জন আগুনে দগ্ধ হয়ে নিহত হন। বাকি নয়জন বেঁচে ফিরতে সক্ষম হন। তবে তাদের মধ্যে দুইজন আহত হয়েছেন।
আগুনের কারণ জানতে চাইলে কারখানার কর্মীদের বরাত দিয়ে ইউএনও জানান, কারখানার কাজের জন্য রাখা রঙের বার্নিশ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।