Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

ছিল না হেলমেট, সাভারে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

জাতীয় জরুরি সহায়তা নম্বর “৯৯৯”-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০৫:২৫ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আলাউদ্দিন শিকদার (৬৫) নামে এক ব্যক্তি ও তার ছেলে আব্দুল কাইয়ুম শিকদার (৪৫)। দুর্ঘটনার সময় তাদের মাথায় হেলমেট ছিল না

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে মহাসড়কের ব্যাংক টাউন সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও কীভাবে তারা দুর্ঘটনার শিকার হন সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন দুপুরের দিকে বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সাভার থেকে রাজফুলবাড়িয়ার বাড়ির দিকে যাচ্ছিলেন কাইয়ুম শিকদার। পথে সাভারের ব্যাংক টাউন সেতু এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়ে দু'জনেই মহাসড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। 

জাতীয় জরুরি সহায়তা নম্বর “৯৯৯”-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতদের পরিবারের বরাত দিয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হেল বাকী জানান, মোটরসাইকেলে চড়ার সময় তাদের কারও মাথায়ই হেলমেট ছিল না। তাই মোটরসাইকেল থেকে পড়ে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে বাবা ও ছেলে দু'জনেই মারা যান। 

কোনো যানবাহন তাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেছে কি না সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি।

   

About

Popular Links

x