Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রপতিকে দেওয়া টেলিনরের উকিল নোটিশের জবাব দিলো বিটিআরসি

গত ২ এপ্রিল ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা হিসেবে দাবি করে গ্রামীণফোনকে চিঠি দেয় বিটিআরসি 

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৬ পিএম

টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের কাছে সরকারের পাওনার বিষয়ে সালিশে যেতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো টেলিনরের উকিল নোটিশের জবাব দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক ঢাকা ট্রিবিউন’কে বিষয়টি নিশ্চিত করেছেন। 

উকিল নোটিশের জবাবের বিষয়ে জানতে চাইলে বিটিআরসি কর্মকর্তারা বলেন, বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন আছে, তাই এনিয়ে সালিশের কোনো পথ খোলা নেই। 

এর আগে গত ১৯ ডিসেম্বর গণমাধ্যমকে টেলিনরের উকিল নোটিশের বিষয়ে জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। 

গত ২ এপ্রিল ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা হিসেবে দাবি করে গ্রামীণফোনকে চিঠি দেয় বিটিআরসি।

ওই পাওনা দাবির যৌক্তিকতা নিয়ে নিম্ন আদালতে একটি মামলা করে গ্রামীণফোন। এছাড়া দাবিকৃত অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চায় প্রতিষ্ঠানটি। তবে গত ২৮ আগস্ট ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর করেন। 

পরে গত ১৬ সেপ্টেম্বর গ্রামীণফোনের পক্ষে উচ্চ আদালতে আপিল করা হয়। ওই আপিলের গ্রহণযোগ্যতার শুনানি নিয়ে গত ১৭ অক্টোবর হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন এবং ওই অর্থ আদায়ের ওপর দুইমাসের নিষেধাজ্ঞা জারি করেন।


   

About

Popular Links

x