নিরাপদ সড়কের দাবিতে আজ (৫ অগাস্ট) দুপুর নাগাদ হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা শাহবাগ থেকে হেঁটে সায়েন্স ল্যাবে জড়ো হয়েছে।
সায়েন্স ল্যাবের শিক্ষার্থীরা জিগাতলায় অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জিগাতলায় আওয়ামী লীগের অফিসের সামনে পুলিশের টিয়ার গ্যাসে শেলে একাধিক ব্যক্তি আহত হয়েছে।
সেখানে একাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলেও জানা গেছে।
শিক্ষার্থীরা দাবি করছে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল আর তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের দিকে টিয়ার শেল ছোঁড়ে।