ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আত্মহত্যার চেষ্টাকারী মৌসুমি নামের সেই নার্স মারা গেছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢামেকের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, “মৌসুমির স্বামীকে ঢাকা মেডিকেল থেকে আটক করে শাহাবাগ থানায় সোপর্দ করা হয়েছে।”
তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেন তা এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আত্মহত্যার চেষ্টা চালান ওই স্টাফ নার্স। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাই ডিপেডেন্সি ইউনিটে নার্সদের ড্রেসিংরুমের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সহকর্মীরা দেখতে পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে উদ্ধার করে আইসিইউ’তে নিয়ে যান।