ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী মেয়র আতিকুল ইসলাম আতিক ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের কাছে দলীয় সমর্থকদের নিয়ে এ মনোনয়নপত্র জমা দেন তাপস।
আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের হাতে দলীয় সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন আতিক।
এসময় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয় থেকে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ ওবায়দুল কাদের।
এরপর একইদিন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার (৩০ ডিসেম্বর) মেয়র পদ থেকে পদত্যাগ করেন আতিকুল ইসলাম।