Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

নতুন বই নিয়ে বাড়ি ফেরা হলো না রেশমীর

স্কুল থেকে নতুন বই নিয়ে বাড়ি ফিরছিল রেশমী

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০৪:০৯ পিএম

নতুন বই নিয়ে স্কুল থেকে বাসায় ফেরার পথে বন্দর নগরী চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় রেশমী আক্তার (১০) এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানার কাঠঘর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

রেশমী পতেঙ্গা মীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। সে একই এলাকার ডোমপাড়ার শাহনুরের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক বলেন, পতেঙ্গা এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় ট্রাকের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী আহত হয়। তাকে বেলা পৌনে ১২টার দিকে চমেক হাসাপাতালের জরুরি বিভাগে আনা হয়।

গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে নিউরো সার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

   

About

Popular Links

x