Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে আনা হয়েছে শহিদুল আলমকে

গতকাল রবিবার দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে তাঁর ধানমন্ডির বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।

আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ০৮:৫৬ পিএম

খ্যাতনামা আলোচিত্রী শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) এর মিন্টু রোডের অফিসে আনা হয়েছে। সোমবার (৬ অগাস্ট) সকালে তাঁকে ডিবি অফিসে আনা হয়।

ডিএমপি’র ডেপুটি কমিশনার (মিডিয়া) মো: মাসুদুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কিত তাঁর ফেসবুক পোস্টগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাঁকে এখানে এনেছি।”

গতকাল রবিবার দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে তাঁর ধানমন্ডির বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিটেকটিভ ব্রাঞ্চ পরে নিশ্চিত করে যে তারা শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে গেছেন।


   

About

Popular Links

x