Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

সোনার দাম ছাড়ালো ৬০ হাজার টাকা

গত বছরে তিন বার সোনার মূল্য বৃদ্ধি করে জুয়েলার্স সমিতি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৯:৩৬ পিএম

রবিবার (৫ জানুয়ারি) থেকে আরেক ধাপ বাড়ছে সোনার দাম। ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম আগামীকাল থেকে ভরিপ্রতি ৬০ হাজার ৩৬১ টাকা হচ্ছে। আজ পর্যন্ত এই মানের সোনার ভরি ৫৯ হাজার ১৯৫ টাকা ছিল।  

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে।

জুয়েলার্স সমিতি তথ্য অনুযায়ী, কাল থেকে ২২ ক্যারেট সোনা ৬০ হাজার ৩৬১ টাকা, ২১ ক্যারেট ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেট ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৪০ হাজার ২৪১ টাকা ভরিপ্রতি বিক্রি হবে। 

তবে রুপার আগের মূল্যে ভরিপ্রতি ৯৩৩ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি। 

দেশের বুলিয়ন মার্কেটে টাকার বিপরীতে মার্কিন ডলারের মান বৃদ্ধির প্রবণতার কারণে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।   

আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫৯ হাজার ১৯৫ টাকা, ২১ ক্যারেট ৫৬ হাজার ৮৬২ টাকা, ১৮ ক্যারেট ৫১ হাজার ৮৪৬ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৩৯ হাজার ৭৪ টাকায়।

এর আগে গত বছরে তিন বার সোনার মূল্য বৃদ্ধি করে জুয়েলার্স সমিতি।


   

About

Popular Links

x