ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ও মধুর ক্যান্টিনের সামনে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রবিবার (৫ জানুয়ারি) সকালে দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য সুদর্শন হালদার।
এসময় অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রঙ্গণে আরেকটি বিস্ফোরণেরও ঘটনা ঘটে।