Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভুয়া পরিচয়ে বিয়ে করায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

তিনি নিজেকে তাহসান খান নামে পরিচয় দেন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১১:১০ পিএম

ভুয়া পরিচয় ব্যবহার করে বিয়ে করায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ওই নারীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগও আনা হয়েছে। 

চট্টগ্রামের বাকালিয়া থানা থেকে গ্রেফতারের পর সোমবার (৬ জানুয়ারি) ওই ব্যক্তিকে আদালতে উপস্থিত করে পুলিশ। পরে আদালত তাকে জেল-হাজতে প্রেরণ করেন। 

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. আকিবুল ইসলাম আকিব। তিনি চট্টগ্রাম জেলার দক্ষিণ অংশের ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

বাকালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারী ছাত্রলীগের ওই নেতাকে আসামি করে থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেছেন। 

তিনি আরও জানান, ওই নারীর সঙ্গে আকিবের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। সেখানে তিনি নিজেকে তাহসান খান পিজন নামে পরিচয় দেন। এই ভুয়া পরিচয় ব্যবহার করেই তাদের বিয়ে হয়। 




   

About

Popular Links

x