রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনাস্থলের কাছের কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফুটেজগুলো পরীক্ষা-নিরিক্ষা করে দেখা হচ্ছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান অঞ্চলের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য জানান।
তিনি আরও বলেন, "এখন একমাত্র লক্ষ্য হচ্ছে ধর্ষককে খুঁজে বের করে গ্রেফতার করা।" এদিকে ধর্ষককে খুব তাড়াতাড়ি খুঁজে বের করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাসে শেওড়ার উদ্দেশে রওনা দেন ঢাবির ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে ভুল করে তিনি শেওড়ার আগের স্টপেজে বাস থেকে নেমে যান। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি তার মুখ চেপে ধরে রাস্তার পাশের ঝোপঝাড়ে নিয়ে ধর্ষণ করে।
ওই শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, ধর্ষণের ঘটনার পরে রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে ওই শিক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।