বরিশালে প্রকাশ্যে ধূমপানের দায়ে ১০ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) নগরীর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।
বরিশাল সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল জানান, ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের আওতায় প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় ১০ জনকে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।