Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফেরি চলাচল বন্ধ থাকায় আটকে পড়েছে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও দুই শতাধিক পণ্যবোঝাই ট্রাকসহ তিন শতাধিক যানবাহন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১১:০৮ এএম

ঘন কুয়াশায় কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকে পড়েছে কয়েকশ যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রীরা। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জিল্লুর রহমান জানান, “মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। তবে রাত ২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।” 

এসময় মাঝ নদীতে আটকে পড়ে পাঁচটি ফেরি বলেও তিনি জানান। 

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও দুই শতাধিক পণ্যবোঝাই ট্রাকসহ তিন শতাধিক যানবাহন আটকে পড়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x