রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় অভিযান চালিয়ে নকল টাকা তৈরির সরঞ্জামসহ ২ ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
শুক্রবার (১০ জানুয়ারি) ধানমন্ডির ৭/এ রোডের একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১ কোটি নকল টাকা উদ্ধার করেন র্যাব-১০ এর সদস্যরা। র্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে একটি নকল টাকা বানানোর মেশিন, বিভিন্ন ধরনের কেমিক্যাল, প্রিন্টার, নকল টাকা বানানোর কাগজ ও কয়েকটি প্রিন্টার জব্দ করা হয়।
মেজর শাহরিয়ার আরও জানান, এখানে ১০০০ ও ৫০০ টাকার নকল নোট তৈরি করা হতো।