Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

মন্ত্রী: দেশে ভিক্ষুক আড়াই লাখ

ভিক্ষুক পুর্নবাসনের জন্য মোট ৪৫০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৬:৫৩ পিএম

বিভিন্ন জেলার প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের চাহিদাপত্র অনুযায়ি দেশে বর্তমানে ২ লাখ ৫০ হাজার ভিক্ষুক রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সে হিসাবে শতকরা ০.১৭ ভাগ মানুষ ভিক্ষা বৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী এ কথা জানান।

নুরুজ্জামান আহমেদ জানান, ভিক্ষুকের সংখ্যা নির্ধারনে সমন্বিতভাবে কোনো জরিপ চালানো হয়নি। তারপরও জেলা প্রশাসন ও সমাজকল্যণ কার্যালয় থেকে পাঠানো চাহিদাপত্রের ভিত্তিতে ভিক্ষুক পুর্নবাসনের জন্য মোট ৪৫০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। এর বিপরীতে গত অর্থ বছরে ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচিতে ৩ কোটি টাকা এবং চলতি অর্থবছরে ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x