Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

চবি ছাত্রীকে উত্যক্তের অভিযোগে কারাদণ্ড

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট খীসার ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দেন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১১:১৬ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ছাত্রীকে উত্যক্তের অভিযোগে বহিরাগত এক ব্যক্তিকে একমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট খীসার ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযুক্ত উত্যক্তকারী শাহজাহান (৩৮) ঢাকার সাভারের ব্যাংক কলোনি এলাকার বশির আহাম্মদের ছেলে।

জানা যায়, বুধবার বিকালে শাটল ট্রেনে বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন ওই ছাত্রী। এসময় অভিযুক্ত ব্যক্তি ছাত্রীর পাশে বসে অশোভন কথা বলতে থাকেন। একপর্যায়ে তাকে মারতে উদ্যত হন। তখন ট্রেনে থাকা অন্য শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশের কাছে হস্তান্তর করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, “বিষয়টি জানার পর ওই শিক্ষার্থী ও অভিযুক্তকে পুলিশবক্সে নিয়ে আসা হয়। উভয়ের বক্তব্য শুনে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দিয়েছেন।”

   

About

Popular Links

x