রাজধানীর শাহবাগে পুলিশ কন্ট্রোলরুমের পঞ্চম তলা থেকে পড়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবলের নাম সুধাংশু কুমার বিশ্বাস।
শাহবাগ থানার পরিদর্শক (ইন্সপেক্টর, তদন্ত) আরিফুর রহমান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "ছয় তলা ভবনের পঞ্চম তলা থেকে পড়ে যান সুধাংশু। আহত অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
"আমরা তদন্ত করে কিভাবে এই ঘটনা ঘটলো তা জানার চেষ্টা করছি", যোগ করেন তিনি।
এদিকে এই ঘটনায় সুধাংশুর পরিবার একটি অপমৃত্যুর দায়ের করেছে।