Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

আসছে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ

দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়বে

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০৮:১৭ পিএম

ঢাকার কিছু অংশসহ রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহে বৃষ্টিপাতের পর আগামী বুধবার (২২ জানুয়ারি) নাগাদ চলতি মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১৯ জানুয়ারি) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক ইউএনবিকে বলেন, "আগামী বুধবার নাগাদ দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, যা পরবর্তীতে দেশব্যাপী ছড়িয়ে পড়বে।"

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে রাজধানীতে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশের রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলিসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

About

Popular Links