শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ আগস্ট) রাত ১টায় ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম ব্যাংকক হতে আগত থাই এয়ারলাইন্সের ফ্লাইট নং টিজি৩৩৯ এ ভারতীয় নাগরিকের নিকট হতে ১২.৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে।
টিজি৩৩৯ ফ্লাইট টি ৯নং বোর্ডিং ব্রীজে যাত্রী নামানোর উদ্দেশ্যে সংযুক্ত হবার পরে যাত্রী আরশাদ আয়াজ আহমেদ, বয়স-৪৬, বাড়ি-কলকাতা, পশ্চিমবঙ্গ, ফ্লাইট থেকে প্রথম দিকেই বেরিয়ে আসেন। কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম উক্ত যাত্রীকে অনুসরণ করে এবং গ্রীন চ্যানেল অতিক্রমের পরে যাত্রীর নিকট শুল্ক-কর আরোপযোগ্য পণ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তা অস্বীকার করেন। পরবর্তীতে তার দেহ তল্লাশী করা হয় এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর কোমরে লুকায়িত সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় বিভিন্ন ওজনের ২২টি স্বর্নের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১২.৩ কেজি।
উদ্ধারকৃত স্বর্নের আনুমানিক মূল্য ৬ কোটি ১৫ লক্ষ টাকা।
যাত্রীকে থানায় সোপর্দ করা হচ্ছে এবং একই সাথে দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার আ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা কাস্টমস হাউজের ডিসি ওহেলা চৌধুরী।