Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

আমরণ অনশনে অসুস্থ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী

বিভাগ একীভূতকরণের দাবিতে দীর্ঘ ৯০ দিন অবস্থান কর্মসূচি পালন করেও সমাধান না পেয়ে গত ১৯ জানুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১০:১৭ পিএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবিতে আমরণ অনশনরত ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সমাধানের জন্য ১৬ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনশনরত অবস্থায় মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর পর্যন্ত অসুস্থ হওয়া ১১ শিক্ষার্থীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- তৃতীয় বর্ষের সাকিবুল হাসান শান্ত, আকাশ বিশ্বাস, চতুর্থ বর্ষের নাফিসা খানম, মো. শিহাব শাহরিয়ার, হান্নান মিয়া, নাসিম, দ্বিতীয় বর্ষের মো. তানিম মিয়া, তুষার, বিপ্রনাথ, আজিজুল হাকিম সবুজ ও আব্দুর রহিম। এদের মধ্যে দুজনের অবস্থা কিছুটা উন্নতি হলে তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।


আরও পড়ুন- আমরণ অনশনে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী


এদিকে, সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ১৬ সদস্যের সমন্বয়ে গঠিত কমিটির সব সদস্যকে একটি সভায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই, ইটিইসহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতিদের সমন্বয়ে গঠিত এ বিশেষজ্ঞ দলের প্রথম সভা আগামী ২৫ জানুয়ারি  অনুষ্ঠিত হবে বলে ওই পত্রে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ জানান, এ পরিস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্য ১৬ সদস্যের সমন্বয়ে গঠিত কমিটির সব সদস্যকে সভায় অংশগ্রহণের অনুরোধ করে চিঠি দিয়েছেন। আগামী ২৫ জানুয়ারী এ কমিটির সভা অনুষ্ঠিত হবে। আশা করছি সভায় এ সমস্যার সমাধান হবে।

প্রসঙ্গত, বিভাগ একীভূতকরণের দাবিতে দীর্ঘ ৯০ দিন অবস্থান কর্মসূচি পালন করেও সমাধান না পেয়ে গত ১৯ জানুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

About

Popular Links