Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

গতকালের চেয়ে তাপমাত্রা কমেছে এক ডিগ্রির বেশি

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৩:৫৮ পিএম

চাবাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বুধবার (২২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে আসায় নিম্ন আয়ের মানুষের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। 

আজ ভোরবেলা ঘন কুঁয়াশার পাশাপাশি উপজেলায় হিমেল বাতাস বইছিল। ফলে ছিন্নমূল মানুষ ও চা শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মুজিবুর রহসান ঢাকা ট্রিবিউনের বলেন, বুধবার সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন। গতকাল তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়ার রেকর্ড হয়েছিল।

এদিকে শ্রীমঙ্গলের ৯২টি চা বাগানে প্রায় ৪ লাখ চা শ্রমিকের বসবাস। এদের অধিকাংশ মাটির ঘরে বসবাস করেন। পাহাড় ও টিলায় বসবাস থাকায় তাদের চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে। 

অপরদিকে  হাকালুকি হাওর, কাওয়াদিঘিসহ অন্যান্য হাওরবেষ্টিত এলাকার নিম্ন আয়ের মানুষও চরমদুর্ভোগে রয়েছেন বলে জানা গেছে।


   

About

Popular Links

x