ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে একটি জলাধার থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ এমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কঙ্কালের বিষয়ে বিস্তারিত কিছুই বলতে পারেননি তিনি।
পুলিশ জানায়, সোমবার সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় ধলেশ্বরী নদীর ধারে একটি জলাধারে এক ব্যক্তির কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কঙ্কাল উদ্ধার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ এমারত হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ কঙ্কালটি উদ্ধার করেছে। হয়তো কেউ হত্যা করে লাশটি ওই স্থানে রেখে গিয়েছিল। ওই জলাধারে পানি শুকিয়ে যাওয়ায় কঙ্কালটি স্থানীয়দের নজরে আসে।”