Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশিদের ফিরিয়ে আনতে চীন যাচ্ছে বিমানের ফ্লাইট

৪১৯ জন যাত্রী বহনের সক্ষমতা থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ ফ্লাইট শুক্রবার রাত ২টায় ঢাকায় অবতরণ করবে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০২:০৮ পিএম

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র চীনের উহান শহর থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার জন্য বিশেষ ফ্লাইট পাঠাচ্ছে সরকার।

ফ্লাইটটির আজ (৩১ জানুয়ারি) শুক্রবার বিকেল ৫টায় ঢাকা বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

৪১৯ জন যাত্রী বহনের সক্ষমতা থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ ফ্লাইট শুক্রবার রাত ২টায় ঢাকায় অবতরণ করবে।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান জানান, এখন পর্যন্ত তাদের হিসাবে দেশে ফেরার জন্য ৩৪০ জন আগ্রহ দেখিয়েছেন।

অন্যদিকে, বিমানের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, “এ পর্যন্ত ৩৭০ যাত্রীর জন্য তাদের প্রস্তুতি রয়েছে এবং এটি বেড়ে হয়তো ৪০০ পর্যন্ত হতে পারে। ফিরতে আগ্রহী ব্যক্তিদের উপস্থিতির ওপর নির্ভর করে সংখ্যাটি ওঠানামা করতে পারে।”


আরও পড়ুন - চীন থেকে ফিরে হাসপাতালে ভর্তি চট্টগ্রামের দুই শিক্ষার্থী

 


   

About

Popular Links

x