Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন: ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

শনিবার (১ ফেব্রুয়ারি) ধানমণ্ডির ঢাকা সিটি কলেজে সকাল ৮টার কিছু পরেই ভোট দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৮ এএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের ভোট প্রদান করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) ধানমণ্ডির ঢাকা সিটি কলেজে সকাল ৮টার কিছু পরেই ভোট দেন।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইভিএম পদ্ধতিতে মাত্র কয়েক মিনিট সময়ের মধ্যেই তিনি তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। 

সেসময় প্রধানমন্ত্রী সকল ভোটারের নিরাপদ ভোট প্রদান নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেন।  

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শনিবার সকাল ৮টায় শুরু হয়েছে। সিটি মেয়র ও কাউন্সিলর নির্বাচিত করতে আয়োজিত ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত কোনও বিরতি ছাড়াই চলবে।

প্রচলিত ব্যালটের পরিবর্তে এবার সকল কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

মোট ১৩জনের মধ্যে ছয়জন ঢাকা উত্তর ও সাতজন প্রার্থী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদের জন্য লড়বেন।

এবছর ঢাকা উত্তর সিটিতে ৩০ লক্ষ ১০ হাজার ২৭৩ জন ও ঢাকা দক্ষিণ সিটির ২৪ লক্ষ ৫৩ হাজার ১৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর আগে, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। 

   

About

Popular Links

x